ইস্পাতনগরীতে স্বাস্থ্য পরিষেবা শিবির
আমার কথা, দুর্গাপুর, ১০ নভেম্বর:
সংবাদদাতা প্রণয় রায়
দুর্গাপুরের বরিষ্ঠ নাগরিকদের বিভিন্ন রকম পরিষেবা দেবার জন্য ইস্পাত নগরীর এ জোনের রামমোহন এভিনিউ তে অবস্থিত সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার কমিটি নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। এই কমিটির সদস্যরা মিশ্র ইস্পাত ও দুর্গাপুর ইস্পাত কারখানার প্রাক্তন কর্মী। এরা প্রতি মঙ্গল ও শনিবার সকালে বিভিন্ন কর্মসূচীতে সমিতির কার্যালয়ে মিলিত হন । তাদের চাকরী জীবনের স্মৃতি রোমন্থন করেন। এই সমিতি তাদের বিপদে আপদে সহায়তা করে।মাঝেমাঝেই বিনা ব্যয়ে সদস্যদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন কর হয়।
আজ সমিতির কার্যালয়ে বয়স্ক মানুষদের অস্তিজনিত সমস্যা নিরুপন করতে শরীরের হাড়ের ঘনত্ব পরীক্ষা করা হয়।
দুর্গাপুর ইস্পাত কারখানার প্রধান হাসপাতালের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ফিজিওথেরাপি, শ্রী তপন বাদ্যকর এর সহযোগিতায় একটি বহুজাতিক ফার্মাসিউটিকাল সংস্থা একশ জনের ও বেশী মহিলা ও পুরুষদের হাড়ের ঘনত্ব পরীক্ষা করেন ও সুস্থ থাকার বিধান দেন। সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর শ্রী মোহিত গাঙ্গুলী, শ্রী পীযূষ মজুমদার সহ অন্যান্যদের সহযেগিতায় এই স্বাস্থ্য শিবিরটি সুষ্ঠুভাবে আয়োজিত হয়।