নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, বিপদের আশঙ্কায় ত্রাণ শিবিরে আশ্রয়
আমার কথা, লাউদোহা, ১৫ সেপ্টেম্বরঃ
টানা বৃষ্টিতে ক্ষতি হয়েছে একাধিক কাঁচা বাড়িতে। বিপদের আশঙ্কায় খোলা হয়েছে ত্রাণ শিবির। শিবিরে আশ্রয় নিয়েছে একাধিক পরিবার। দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর পঞ্চায়েত এলাকার ঘটনা।
টানা বৃষ্টিপাতের কারণে জেলার অন্যান্য জায়গার মতো জনজীবনে প্রভাব পড়েছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিভিন্ন অঞ্চলে। টুমনী ও কুনুর নদীতে বেড়েছে জলস্তর। যার জেরে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে এলাকাতে। ব্লকের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতে। জগন্নাথপুর, কালিনগর, কৈলাসপুর ধবনী, লখনাপাড়া এলাকায় ক্ষতি হয়েছে একাধিক কাঁচা বাড়িতে। রবিবার ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ির সদস্যদের হাতে শাসকদলের পক্ষ থেকে তুলে দেওয়া হয় ত্রিপল। বিপদের আশঙ্কা দেখা দেওয়াই খোলা হয়েছে ত্রাণ শিবির। স্থানীয় কমিউনিটি হল ও অন্য একটি ক্লাবে শিবিরে থাকার ব্যবস্থা করা হয়েছে । দুটি শিবিরে আশ্রয় নিয়েছে আট দশটি পরিবার। শিবিরে আশ্রয় নেওয়া পরিবার গুলির জন্য থাকা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানান এলাকার শাসকদলের অঞ্চল সভাপতি জগবন্ধু সাধু।