দুর্গাপুরে পুরভোট আসন্ন? তৃণমূলে যোগদান হেবিওয়েট সিপিএম নেতার
আমার কথা, দুর্গাপুর, ১৬ জুন:
তৃণমূলে যোগদান করলেন সিপিআইএমের সদ্য প্রাক্তন পশ্চিম বর্ধমান জেলা সম্পাদকমমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার। আজই কিছুক্ষন আগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তারপরই মন্ত্রী অরুপ বিশ্বাস, মন্ত্রী প্রদীপ মজুমদার, বর্ধমান -দুর্গাপুরের নব নির্বাচিত সাংসদ কীর্তি আজাদ ও জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তীর উপস্থিতিতে তিনি তৃণমূলে যোগদান করেন। এই যোগাদান দুর্গাপুরের রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য ফেলেছে।
প্রথমে এডিডিএ চেয়ারম্যান পদে দুর্গাপুরের নামী ব্যবসায়ী কবি দত্তের নিয়োগ, তারপরেই সিপিএম নেতা পঙ্কজ রায় সরকারের তৃণমূলে যোগদান, এই দুইএর মধ্যে যোগসূত্র আছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কবি বাবুই পঙ্কজ বাবুকে তৃণমূলে নিয়ে এলেন বলেন সুত্রের খবর। এবং এই পুরো ঘটনাই ঘটছে দুর্গাপুরের আসন্ন পুর ভোটকে সামনে রেখে। হয়তো পঙ্কজ বাবুকে মেয়র প্রার্থী হিসেবেও সামনে রাখা হতে পারে। সিপিআইএমের রাজ্য সভাপতি মহম্মদ সেলিমের সাথে মনকষাকষি থেকেই পঙ্কজ বাবুর এই দল পরিবর্তন বলে জানিয়েছে সুত্রটি। আরও খবর যে পঙ্কজ বাবু সম্ভবত: দুর্গাপুর পশ্চিম বিধানসভা সিটে দলের টিকিট চেয়েছিলেন, যাতে গ্রীন সিগনাল না পাওয়া থেকেই এই মনকষাকষির সুত্রপাত। এই মূহূর্তে তাঁকে তৃণমূলের শ্রমিক সংগঠনের দায়িত্ব দেওয়া হবে সূত্রের খবর। যদিও গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার দুর্গাপুর তৃণমূল তাতে কতটা চাঙ্গা হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
বিগত লোকসভা ভোটের প্রাপ্ত হিসেব অনুযায়ী দুর্গাপুর পুরসভার বেশির ভাগ ওয়ার্ডে (৩৩ টি) পিছিয়ে আছে শাসক দল তৃণমূল। তাই বোধহয় শুরু হয়ে গিয়েছে ড্যামেজ কন্ট্রোল। যার অঙ্গ এই দলবদল বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।