কয়েক ঘন্টায় হাইজ্যাক হওয়া ট্রেলার উদ্ধার ভিন জেলা থেকে
আমার কথা, অন্ডাল, ২৩ ডিসেম্বর:
:হাইজ্যাক হওয়া ট্রলার ধাওয়া করে কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার করল পুলিশ। ইলেকট্রিক পোল বোঝাই ট্রলারটি হাইজ্যাক হয় অন্ডালের ভাদুর মোড় থেক। ট্রলারটিতে ইলেকট্রিক পোল ছিল বলে জানা যায়
সোমবার ১৯ নম্বর জাতীয় সড়কের অন্ডাল মোড় সংলগ্ন ভাদুর মোড় থেকে হাইজ্যাক হয় ইলেকট্রিক পোল ভর্তি একটি ট্রলার। ইলেকট্রিক পোল নিয়ে ট্রলারটি যাচ্ছিল উখড়ার উদ্দেশ্যে। সেটিতে খনি সংস্থা ইসিএলের বিদ্যুৎ সরবরাহের জন্য ইলেকট্রিক পোল ছিল। বেলা দুটো নাগাদ ভাদুর মোড়ে জাতীয় সড়কের পাশে ট্রলারটি দাঁড় করিয়ে চালক খালাসী একটি ধাবায় খাবার খেতে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে দেখে ট্রলারটি সেখানে নেই। বিপদ বুঝে সাথে সাথে অন্ডাল থানার পুলিশকে চালক বিষয়টি জানাই । খবর পেয়ে অন্ডাল থানা ও অন্ডাল ট্রাফিক গার্ড পুলিশ নিখোঁজ ট্রলারটির খোঁজ শুরু করে । হাইজ্যাক করে ট্রলারটি নিয়ে যাওয়া হচ্ছিল বীরভূমের উদ্দেশ্যে। ইলামবাজার এলাকায় ট্রলারটি আটক করে পুলিশ। সেখান থেকে উদ্ধার করে ট্রলারটিকে ফিরিয়ে আনা হয় অন্ডাল থানাতে। পরে চালক খালাসীর হাতে ট্রলারটিকে তুলে দেওয়া হয়। ট্রলার ফেরত পেয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় সেটি। অন্ডাল ট্রাফিক গার্ড ওসি প্রবীর পাল জানান দাঁড় করানোর ট্রলার নিখোঁজ হওয়ার কথা চালক জানায়। সাথে সাথে বিভিন্ন ট্রাফিক থানায় কন্ট্রোল রুমে নিখোঁজ ট্রলারের নাম্বার ও বিবরণ দিয়ে বার্তা পাঠানো হয়। কাঁকসা ট্রাফিক গার্ড ওসি বিষয়টি জানান পড়শি জেলা বীরভূমের ইলামবাজার ট্রাফিক ওসিকে। কিছুক্ষণ পর ইলামবাজার ট্রাফিক সেখানে ট্রলারটির সন্ধান পায়। সেটি আটক করে খবর দেয় কাঁকসা ট্রাফিককে। এরপর নিখোঁজ ট্রলার উদ্ধারের কথা জানানো হয় অন্ডাল থানাকে। অন্ডাল থানার পুলিশ গিয়ে সেখান থেকে ট্রলারটি ফিরিয়ে আনে।