দুর্গাপুরে ঘরছাড়া বিজেপি সমর্থকরা গ্রামে ফিরে যোগ দিলো তৃণমূলে
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ৫জুনঃ
নির্বাচন-পরবর্তী হিংসার কারণে ঘরছাড়া ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইচ্ছাপুর পঞ্চায়েতের পাটশাওড়া গ্রামের শতাধিক বিজেপি কর্মী সমর্থক। স্থানীয় তৃণমূল নেতাদের উদ্যোগে শনিবার ঘরে ফিরলেন তাদের মধ্যে প্রায় ৫০ জন ঘরছাড়া বিজেপি সমর্থক। গ্রামে ফিরে এদিন সকালে স্থানীয় তৃণমূল কার্যালয়ে জড়ো হন তারা। সেখানে তারা তৃণমূলে যোগ দেন। তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় তৃণমূলের পতাকা। উপস্থিত ছিলেন ইচ্ছাপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য রামপদ সৌ, খোকন গড়াই সহ অন্যান স্থানীয় তৃণমূল নেতারা।
তারা জানান ভোটের ফল প্রকাশের পর ভয় পেয়ে বিরোধী দলের অনেকেই গ্রাম ছেড়ে অন্যত্র পালিয়ে গিয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ গ্রামে ফিরে তৃণমূলে যোগ দিতে চায় বলে আমাদের কাছে আবেদন করে। দলীয় স্তরে আলোচনা করে আজ আমরা তাদের গ্রামে ফিরে আসার ব্যবস্থা করি। তৃণমূলে যোগ দিয়ে লক্ষ্মী বাউরি, শ্যামল বাউরী, বৈদ্যনাথ বাউরি-রা জানান নির্বাচনের ফল প্রকাশের পর ভয় পেয়ে গ্রাম ছেড়ে অন্যত্র থাকছিলাম। বিষয়টি বিজেপি নেতাদের জানানো হলেও তারা কোন সহযোগিতা করেনি বলে অভিযোগ করেন তারা। বাড়ি ফেরার ব্যবস্থা করায় তৃণমূল নেতাদের তারা ধন্যবাদ জানান।
অন্যদিকে বিজেপি নেতা জিতেন চট্টোপাধ্যায় বলেন আজকের ঘটনায় প্রমাণ হলো তৃণমূল সাপ হয়ে কাটে- আর ওঝা হয়ে ঝাড়ার কাজ করে। বলেন প্রথমে সন্ত্রাস করে বিরোধিদের এলাকা ছাড়া করা হলো, এখন তাদের আবার গ্রামে ফিরিয়ে এনে তারা কত মহান প্রমাণ করার চেষ্টা করছে। তৃণমূলের এই দ্বিচারিতা বেশিদিন চলবে না বলে মন্তব্য করেন জিতেন বাবু।