করোনা যোদ্ধাদের সম্মাননা
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১৪ডিসেম্বরঃ
করোনার যোদ্ধাদের সম্মাননা প্রদান ও দুঃস্থদের বস্ত্র দান অনুষ্ঠান আয়োজিত হল ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের উদ্যোগে। রবিবার সন্ধ্যায় অনুষ্ঠানটি হয় উখড়া পুরাতন হাটতলায় জমিদার স্টেট চত্বরে। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরী ,আসানসোল পৌরনিগমের কাউন্সিলর অভিজিৎ ঘটক , উখরা গ্রাম পঞ্চায়েতের সদস্য শরণ সাইগল সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যরা । করোনা অতিমারি বিরুদ্ধে যে সব চিকিৎসক , স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করেছে তাদের সম্মাননা প্রদান করা হয় আজকের অনুষ্ঠানে । এছাড়াও এলাকার আড়াইশো জন দুঃস্থ কে দেওয়া হয় শীতবস্ত্র সংগঠনের পক্ষ থেকে।