দুর্গাপুরে ভয়াবহ দুর্ঘটনা, সরকারী বাস হেঁচড়ে নিয়ে গেল স্কুটি আরোহীকে
আমার কথা, দুর্গাপুর, ২১ মেঃ
সরকারী বাসের মদ্যপ চালকের হাতে প্রাণ গেল এক স্কুটি আরোহীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার মূল কার্যালয়ের সামনে। প্রতিবাদে দফায় দয়াফ পথ অবরোধ ও বিক্ষোভ দেখান স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১০টা ৩০ নাগাদ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আসানসোল ডিপোর একটি বাস দুর্গাপুরের ডিভিসি মোড়ের দিক থেকে দুর্গাপুর স্টেশনের দিকে যাচ্ছিল। ফিলিপস কার্বণ কারখানা মোড়ের সামনে এক স্কুটি চালককে ধাক্কা মারে। শুধু ধাক্কাই নয়, এরপর বাসটির চাকায় আটকে যায়। স্থানীয়রা বাসটিকে আটকানোর চেষ্টা করলে অবস্থা বেগতিক বুঝে চালক বাসটিকে চালিয়ে দেয় আর দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মূল কার্যালয় পর্যন্ত্য প্রায় আধ কিলোমিটার রাস্তা স্কুটি চালককে হেঁচড়ে নিয়ে যায়। জনতার রোষের উত্তাপ বুঝতে পেরে চালক বাসটিকে কার্যালয়ের ভিতরে ঢুকিয়ে দেয়, তবে ততক্ষনে মারা যান স্কুটি চালক। মৃত ব্যাক্তির নাম শ্যামল প্রামাণিক। তিনি ফরিদপুর গ্রামের বাসিন্দা। এদিকে বাসটিকে বার বার দাঁড় করাতে বলা সত্বেও কেন বাসটিকে দাঁড় করানো হল না এই প্রশ্ন তুলে স্থানীয়রা দুর্গাপুর স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কোকওভেন থানার পুলিশ। উত্তেজত জনতা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশ তাদের বোঝাতে চাইলেও তাঁরা বুঝতে চান না। তাদের দাবি হয় ক্ষতিপূরণ দিক সংস্থা, অবিলম্বে সেই বাসের চালককে সাসপেন্ড করুক নচেৎ তাদের হাতে তুলে দিক বাসের চালককে। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অফিসের সামনে। যতক্ষণ না তাদের দাবি মানা না হচ্ছে ততক্ষন আন্দোলন জারি থাকবে বলে হুশিয়ারী দেন উত্তেজিত জনতা। অভিযোগ সরকারি বাসের বেপরোয়া গাড়ি চালানোর বলি হতে হলো এই স্কুটি চালককে, এর আগেও এমন ঘটনা ঘটেছে।