গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে
আমার কথা, পান্ডবেশ্বর,১০ মে:
শ্বশুরবাড়িতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। মৃতের নাম জেরিনা বিবি। ঘরের মধ্যে গলায় ফাঁস লাগা অবস্থায় উদ্ধার হয় তার মৃতদেহ। পাণ্ডবেশ্বর থানার নিমসা গ্রামের ঘটনা। খুন করা হয়েছে তাকে বলে অভিযোগ মৃতার পরিবারের।
বৃহস্পতিবার দুপুরে পাণ্ডবেশ্বর থানার নিমসা গ্রামে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় গলায় ফাঁস লাগা অবস্থায় জারিনা বিবি (৩৯) নামে এক গৃহবধূর মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা যায় ২০০৪ সালের বীরভূমের সদাইপুরের বাসিন্দা জেরিনা বিবির বিয়ে হয় পাণ্ডবেশ্বর এর নিমসা গ্রামে শেখ মইদ্দিনের সাথে। দম্পতির ২১ বছরের একটি সন্তান রয়েছে। মৃতা জেরিনা বিবির দাদা শেখ নুরেল জানান বৃহস্পতিবার দুপুরে বোনের বাড়ি থেকে ফোন করে জানানো হয় বোন গলায় দড়ি দিয়েছে। কিছুক্ষণ পর আবার ফোন করে জানানো হয় তার মৃত্যু সংবাদ। খবর পেয়ে এসে আমরা বোনের মৃতদেহ দেখি। রুবেল অভিযোগ করেন বোনকে শ্বশুর বাড়ির লোকেরা খুন করেছে। পাণ্ডবেশ্বর থানা তে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানান। দেহটি উদ্ধার করে শুক্রবার সকালে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ. অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই পরিষ্কার হবে মৃত্যুর কারণ বলে জানান থানার এক আধিকারিক।