দুর্গাপুরে ১৪ নং ওয়ার্ডে আবাসনে আগুন, আতঙ্ক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১ মেঃ
দুর্গাপুরের ১৪ নং ওয়ার্ডের অন্তর্গত আনন্দনগর এলাকায় একটি আবাসনে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো ওই আবাসনের বাসিন্দা সহ এলাকাবাসীদের মধ্যে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে “নেহা অ্যাপার্টমেন্ট” নামে ওই আবাসনের ইলেক্ট্রিক প্যানেল বক্সে রাত আনুমানিক ৯.৩০ নাগাদ আচমকাই আগুন লেগে যায়। সাথে সাথে খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তর সহ দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন এসে দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রণে আনে৷ নাহলে বড়সড় দুর্ঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল বলে স্থানীয়দের মত। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান সম্ভবতঃ শর্টসার্কিট থেকে আগুন লাগে।