জল যন্ত্রণা থেকে মুক্তি কিংবা ‘দানা’ মোকাবিলায় কতটা প্রস্তুত দুর্গাপুরের প্রশাসন?
আমার কথা, দুর্গাপুর, ২৩ অক্টোবরঃ
ঘূর্ণিঝড় দানা নিয়ে জরুরী বৈঠক প্রশাসনের। দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তরে এই বৈঠকে উপস্থিত ছিলেন মহাকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়। সেচ দপ্তর, বিদ্যুৎ দপ্তর এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের নিয়ে এই বৈঠকটি হয়। দুর্গাপুরে বৃষ্টি পিড়ীত মানুষদের জলযন্ত্রণার সমাধান থেকে শুরু করে ঘূর্ণিঝড় ‘দানা’ এর মোকাবিলায় কতটা প্রস্তুত দুর্গাপুর প্রশাসন আলোচনায় তা উঠে আসে। প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন,”যদিও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিম বর্ধমান জেলায় তেমন পড়বে না বলেও আগাম জানা হচ্ছে। তবে সমস্ত রকম ভাবেই প্রস্তুত আছি আমরা। সেই নিয়ে আজকের এই বৈঠক।”