দুর্গাপুরে বন্ধ কারখানা থেকে উদ্ধার মানুষের মাথার খুলি, আতঙ্ক এলাকায়
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৫জানুয়ারীঃ
বন্ধ কারখানা থেকে উদ্ধার একটি মানুষের মাথার খুলি, কিছু হাড়গোড়। এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সিনেমা হল রোড এলাকার বাসিন্দাদের মধ্যে। সাথে উদ্ধার হয়েছে একটি হাতের বালাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ।
ওই এলাকার বাসিন্দা সাহেব খান, সামিমা বিবিরা জানান আজ সকালে প্রাত্ঃকৃত সাড়তে গিয়ে তাদের এলাকারই একটি বন্ধ কারখানার ভেতরে মানুষের একটি মাথার খুলি পড়ে রয়েছে। নিমেষে বিষয়টি চাউড় হয়ে যায় এলাকায়। সাথে আতঙ্কও ছড়িয়ে পড়ে তাদের মধ্যে। খবর দেওয়া হয় পুলিশকে। কোকওভেন থানার পুলিশ পৌঁছোয় ঘটনাস্থলে। উদ্ধার করে মাথার খুলিটি। সাথে পাওয়া যায় কিছু হাড়গোড়ও, একজোড়া কালো জুতো ও একটি বালা যা সাধারনতঃ পুরুষরা হাতে পড়েন। সমস্ত কিছু পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। পুলিশের প্রাথমিক অনুমান খুলিটি কোন পুরুষের আর অন্যত্র খুন করে ওই বন্ধ কারখানায় এনে কেউ বা কারা ফেলে রেখে গেছে। পুলিশ এই খুলির রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।