দুর্গাপুরে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু স্বামীর, গুরুতর আহত স্ত্রী ও মেয়ে
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ১০এপ্রিলঃ
বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর, আহত হয়েছে আরো দুজন। শনিবার বেলা ১টা নাগাদ ঘটনাটি ঘটে ফরিদপুর(লাউদোহা) থানার অন্তর্গত গৌরবাজার বাস স্ট্যান্ড মোড়ে। মৃত যুবকের নাম শেখ শাহরুখ (২৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার বেলা ১টা নাগাদ পাণ্ডবেশ্বর এর বাসিন্দা শেখ শাহরুখ তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বাইকে করে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। গৌরবাজার বাস স্ট্যান্ড মোড়ে বালি বোঝাই একটি ট্রাক্টার সজোরে বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই শাহরুখের মৃত্যু হয়। মারাত্মক জখম হন মৃতের স্ত্রী ও তাঁর শিশু কন্যা। ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা বাস স্ট্যান্ড মোড়ে বেশ কিছুক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ বছর খানেক আগে বালি বোঝাই লরির ধাক্কায় গ্রামের এক যুবকের মৃত্যু হয়। ক্ষোভে সেই বার সাত-আটটা লরিতে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। ঘটনাটি ঘিরে সেই সময় চরম উত্তেজনা ছড়িয়ে ছিল এলাকায়। বালি বোঝাই লরি, ট্রাক্টরের গতি নিয়ন্ত্রণ এর দাবি জানিয়েছিলেন বাসিন্দারা। কিন্তু তা যে মানা হচ্ছে না এদিনের দুর্ঘটনা তারই প্রমাণ বলে বাসিন্দাদের অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফরিদপুর থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করে পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে।