“লকেটকে নুপূর করেছি, অগ্নিকে জল করে দেবো”-পান্ডবেশ্বরে কটাক্ষ কল্যান ব্যানার্জীর
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৪ মার্চঃ
আসানসোল লোকসভা আসনের উপ-নির্বাচনের প্রচারে গিয়ে বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে কটাক্ষ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থণে তৃণমূলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কটাক্ষ করেন ৷ তিনি বলেন, ‘‘হুগলির চুঁচুড়ায় লকেটকে যদি নূপুর করতে পারি অগ্নিকেও জল করতে পারব। আগামী ১২ এপ্রিল পর্যন্ত্য পায়ে পা মিলিয়ে লড়ব। তারপর অগ্নিকে জলে পরিণত করে সমুদ্রের জলে ভাসিয়ে দেব ।’’
আসানসোলে লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন শত্রুঘ্ন সিনহা৷ এদিন পাণ্ডবেশ্বরের এই কর্মীভায় শিল্পাঞ্চলের হেভিওয়েট তৃণমূল নেতা তথা মন্ত্রী মলয় ঘটক, প্রার্থী শত্রুঘ্ন সিনহাও উপস্থিত ছিলেন৷