“চার বছর” নয় দায়িত্ব নেবো সারাজীবনের জন্য-আসানসোল থেকে কেন্দ্রকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ২৮জুনঃ
আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার বিপুল ভোটে জয়লাভের পর এই প্রথম পশ্চিম বর্ধমান জেলা সফরে বেরিয়ে আসানসোলে এক কর্মীসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন সভা থেকে তিনি তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহার ভূয়সী প্রশংসার পর বিভিন্ন ইস্যুতে বিজেপি ও সিপিএমকে এক হাত নেন। এদিন তিনি সভামঞ্চ থেকে কেন্দ্রের “অগ্নিপথ” প্রকল্প নিয়ে বলেন কেন্দ্রীয় সরকার মাত্র চার বছরের জন্য চাকরী দিচ্ছে। কারুর সারাজীবনের দায়িত্ব নিচ্ছে না অথচ রাজ্যেকে বলছে চাকরী দেওয়ার জন্য। কেন যদি চাকরী দিতে হয় রাজ্যের ছেলেদের দেবো আর চার বছরের জন্য নয়, সারাজীবনের জন্য দায়িত্ব নেবো।
এদিকে সভা চলাকালীন কয়েকজন টেটের বিষয় নিয়ে প্ল্যাকার্ড হাতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। তখন সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টি এখন হাইকোর্টের আওতাধীন। তাই এ বিষয়ে তাঁর কিছুই করার নেই। তিনি বলেন রাজ্যে এখনও ১৭ হাজার স্কুলের চাকরী আছে। তাই তিনি জানান, কোর্টের থেকে অনুমতি নিয়ে আসুন আর নয়ত মামলা তুলে নিন তাহলে আমি চাকরী দিতে পারবো। নচেৎ এ বিষয়ে আমার কিছু করার নেই।
পাশাপাশি কর্ম সংস্থান প্রসঙ্গে তিনি আরো বলেন দুর্গাপুর ও পানাগড় শিল্পতালুকে একাধিক বিনিয়োগ আসার কথা। সেখানে একাধিক কর্মসংস্থানের কথাও ঘোষণা করেন।
এদিনের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সহ সমগ্র আসানসোলবাসীকে ধন্যবাদ জানান সাংসদ শত্রুঘ্ন সিনহা। এছাড়াও এদিন সভামঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, বিধায়ক বাবুল সুপ্রিয়ো, নরেন্দ্রনাথ চক্রবর্তী, হরেরাম সিং, এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় সহ আরো অনেকে।