স্বরুপ খুনে সুপারি কিলার ইব্রাহিমের বিজেপি যোগ দাবি জিতেন্দ্রর, নস্যাৎ করলেন বিজেপি সহ সভাপতি
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর) ২৬নভেম্বরঃ
দুর্গাপুরের মৃত যুবক স্বরুপ সৌয়ের খুনের পেছনে তাঁর মা ও দাদার হাত রয়েছে আর সুপারী কিলার দিয়ে তাঁকে খুন করানো হয়েছে এই তথ্য পুলিশের হাতে এসেছে যার প্রেক্ষিতে স্বরূপের মা ও দাদাকে গ্রেফতার করেছে পুলিশ এমনটাই দাবি দুর্গাপুর পুলিশের। যদিও তা মানতে নারাজ বিজেপির দাবি এই হত্যা রাজনৈতিক হত্যা আর এর পেছনে হাত রয়েছে তৃণমূল কংগ্রেসের। এদিকে স্বরূপ খুনের ঘটনায় নাম জড়িয়েছে স্বরূপের গ্রামে পারুলিয়ারই এক বাসিন্দা বিজেপি কর্মী সুদয় মহন্তোর। অভিযোগ উঠছে সুদয় স্বরূপের পরিবারের কাছ থেকে টাকা নিয়ে কুখ্যাত দুষ্কৃতি সেখ ইব্রাহিমকে দিয়ে এই খুন করান।
এদিকে আজ এক সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারী দাবি করেন অভিযুক্ত সুপারি কিলার সেখ ইব্রাহিমের সাথে নিত্য যোগাযোগ রয়েছে বিজেপির নেতাদের। দিল্লি কলকাতার বিজেপি নেতারা টাকা নিয়ে আসছে আর এই সব দুষ্কৃতদের টাকা দিয়ে আসানসোল দুর্গাপুরে খুনের রাজনীতি করে শিল্পাঞ্চলে অশান্তির বাতাবরন তৈরী করছে। জেলা সভাপতি হুঁশিয়ারী দেন বিজেপি রাজনীতি করুক কিন্তু খুনের রাজনীতি করে বাংলাকে বদনাম করার চেষ্টা করলে তৃণমূল তা মেনে নেবে না।
অপরদিকে তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারীকেই সুপারি কিলার আখ্যা দিয়ে বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জী বলেন জিতেন্দ্র তিওয়ারী নিজে একজন সুপারি কিলার হয়ে কি করে আমাদের দিকে অভিযোগের আঙ্গুল তুলছেন? আমাদের বিজেপি কর্মী স্বরূপের খুনের পেছনে যদি তৃণমূলের হাত না থাকে তাহলে আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি কিন্তু তাঁরা কেন রাজি হচ্ছেন না? আসলে তাঁরা ক্ষমতা হারানোর ভয় পাচ্ছে বলে এরকম ভ্রান্ত অভিযোগ করছেন। তবে সেখ ইব্রাহিমের সাথে বিজেপির যোগের বিষয়টি যদিও মেনে নেন বিজেপির এই রাজ্য নেতা। তিনি সরাসরি বলেন যে সেখ ইব্রাহিম একজন বিজেপি কর্মী কিন্তু বর্তমানে তিনি চোখে ভাল দেখতে পান না। তৃণমূল অযথা তাঁকে স্বরূপের খুনের সাথে নাম জড়াচ্ছে। তবে সুদয় মহন্তোর বিষয়ে কার্যত প্রসঙ্গঃ এড়িয়ে যান রাজুবাবু। তবে রাজু ব্যানার্জী জিতেন্দ্র তিওয়ারীকেও পাল্টা হুঁশিয়ারী দিয়ে বলেন যে বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর জিতেন্দ্রবাবুকে সারাজীবন জেলের ভেতর থাকতে হবে।