বিপর্যয়ে মৃত্যু হলেও খোঁজ নেয় না কেন্দ্রঃ দুর্গাপুর ব্যারেজে গিয়ে মুখ্যমন্ত্রীর তোপ
আমার কথা, মুনমুন দত্ত, দুর্গাপুর, ২৩ সেপ্টেম্বরঃ
রাজ্যকে না জানিয়ে ব্যারেজ থেকে জল ছেড়েছে কেন্দ্রে। এভাবেই বাংলার মানুষকে ডুবিয়ে এখন ডিভিসিকে বেসরকারির সংস্থার হাতে বিক্রি করে দিতে চাইছে তারা। সোমবার সরকারি সফরে বেরিয়ে দুর্গাপুরে এসে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
সোমবার সকালে সরকারি সফরে পূর্ব বর্ধমান আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বন্যা কবলিত অবস্থা পরিদর্শনের পাশাপাশি প্রশাসনিক বৈঠক করেন। বিকেলে পূর্ব বর্ধমান থেকে সড়কপথে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আসেন তিনি। দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনের পর ব্যারেজ সংলগ্ন বন্যা কবলিত সীতারামপুর মানা এলাকাতে যান তিনি। সেখানে দুর্গতদের সাথে কথা বলেন, তাদের হাতে তুলে দেন ত্রিপল সহ ত্রাণ সামগ্রী। এরপর মুখ্যমন্ত্রীর কনভয় এসে পৌঁছায় দামোদর তীরবর্তী সীতারামপুর এলাকার যুব আবাস ভবনে। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাঁকুরার সাংসদ অরূপ চক্রবর্তী, বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি, মন্ত্রী মলয় ঘটক, তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, রাজ্য সরকারের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সহ অন্যরা।
এদিন ডিভিসির জল ছাড়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। বলেন রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি। যার ফলে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কেন্দ্র সরকার ডিভিসিকে বেসরকারির হাতে বিক্রি করে দিতে চাইছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন বিপর্যয়ে মানুষ মরলেও খবর নেয় না কেন্দ্র, শুধু ভোটের সময় তাদের দেখা যায়। প্রশাসন সূত্রে খবর দুর্গাপুর সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী রাত্রি যাপন করবেন। সেই কারণে সার্কিট হাউস সংলগ্ন এলাকাতে কড়া নিরাপত্তা বলায় তৈরি করা হয়েছে। প্রচুর পুলিশ কর্মীর পাশাপাশি সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পুলিশের বড় কর্তারাও।