দিলীপ ঘোষ জিতলে খুলবে দুর্গাপুরের বন্ধ কারখানা, ‘মোদি গ্যারান্টি’ শাহী সভায়
আমার কথা, দুর্গাপুর, ৬ মেঃ
বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থীর হয়ে ‘বিজয় সংকল্প সভা’ নামে নির্বাচনী জনসভায় যোগ দিতে দুর্গাপুরে এসেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এদিনের জনসভায় যোগ দিয়ে আদ্যোপান্ত নরেন্দ্র মোদির গুনগান করে গেলেন বিজেপির এই শীর্ষ নেতা। দিলেন মোদির গ্যারান্টিও। সাথে এদিন বাংলায় তৃণমুলের দুর্নীতি নিয়েও সরব হন তিনি।
১৩ই মে আসানসোল ও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। দুটি কেন্দ্রে প্রধান প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপি। এদিন দুর্গাপুর দেখলো দুটি হাইভোল্টেজ সমাবেশ। নিজের দলের প্রার্থীদের সমর্থনে সোমবার দুর্গাপুরে জনসভা করেন বিজেপি নেতা তথা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তৃণমূলের দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন বেলা একটা নাগাদ দুর্গাপুরের বি-জোন তিলক রোড ময়দানে বিজেপির জন সভাটি হয়। সভাতে মূল বক্তা হিসেবে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। এদিন বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ শুরুই করলেন দুর্গাপুর শিল্পাঞ্চলের বন্ধ কারখানা নিয়ে। শিল্পাঞ্চলের একাধিক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। দিলীপ ঘোষ যদি জেতেন তাহলে দুর্গাপুরের বন্ধ কারখানাগুলি খোলার আশ্বাস তিনি দিতে পারেন। দুর্গাপুরের হারিয়ে যাওয়া জৌলুস আবার ফিরে আসবে। সেই বক্তৃতায় তিনি রাম মন্দির, জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ, সন্ত্রাসবাদ দমন, পশ্চিমবাংলায় দুর্নীতি নিয়ে সরব হওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুণগান করেন, বলেন কংগ্রেস কেন্দ্রে ৭৫ বছর ক্ষমতায় ছিল কিন্তু রাম মন্দির তৈরি বা জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার ব্যাপারে উদ্যোগী হয়নি তারা। ১০ বছরে বিজেপি সরকার রাম মন্দির তৈরি করেছে, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করেছে। তিনি বলেন মনমোহন সিং সরকারের আমলে তৃণমূল আর কংগ্রেস শরিক ছিল। সেই সময় বাংলাদেশ, পাকিস্তান থেকে অনুপ্রবেশকারীরা ঢুকে ভারতে সন্ত্রাস চালাতো। বর্তমান মোদি সরকারের আমলে আর সন্ত্রাসবাদীরা ভারতে অনুপ্রবেশের করার সাহস পায় না। এদিন অমিত শাহ নরেন্দ্র মোদিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন রাখেন। বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে দেশের অর্থনীতির বিকাশ হবে, বিনাশ হবে সন্ত্রাসবাদের। অমিত শাহ বলেন ৮০ কোটি দেশবাসীকে নরেন্দ্র মোদী বিনামূল্যে রেশনে চাল দিচ্ছেন। ১০ কোটি ভারতবাসীকে গ্যাস সিলিন্ডার দিয়েছেন। আগামী দিনে দুর্গাপুরে ইস্পাত ও ইউরিয়া কারখানায় নতুন বিনিয়োগের কথাও বলেন অমিত শাহ।