জলের দাবি পূরন না হলে অন্ডালে ভোট বয়কটের হুঁশিয়ারী
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৫ফেব্রুয়ারীঃ
মাসখানেক ধরে সরকারি কলে আসছে না জল । সংশ্লিষ্ট দপ্তরে জানিও হয়নি সুরাহা । তাই পর্যাপ্ত পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো খাঁন্দরা গ্রামের বাসিন্দাদের একাংশ । বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে প্রায় আধ ঘণ্টা অন্ডাল- উখড়া রোডের খাঁন্দরা শিবতলা মরে হয় অবরোধ । গ্রামবাসীদের পক্ষে শুক্লা সিনহা জানান । গ্রামে পানীয় জল সরবরাহ হয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কলে । মাসখানেক ধরে গ্রামের এক অংশে কলের মাধ্যমে পানীয় জল পৌঁছালেও অন্য অংশে মিলছেনা জল । শিবতলা মোড় সংলগ্ন বেশ কয়েকটি পাড়ায় জলের সংকট তীব্র আকার নিয়েছে । হয় টাকা দিয়ে কিনে অথবা দূরে কোথাও থেকে পানীয় জল আনতে হচ্ছে । সংশ্লিষ্ট দপ্তরে গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন শুক্লা দেবী । তিনি বলেন একপ্রকার বাধ্য হয়েই জোট বেঁধে আজ গ্রামবাসীরা অবরোধ-বিক্ষোভ করে । বিক্ষোভে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । বিক্ষোভকারীরা জানান দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী বিধানসভা ভোট বয়কট করার কথা ভাবতে বাধ্য হবেন তারা । অবরোধের খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় পুলিশ । পুলিশের আশ্বাসে প্রায় আধঘন্টা পর অবরোধ উঠে যায়।