মাস্ক পড়লে তবেই মিলছে মুক্তি, দুর্গাপুরে পুলিশী অভিযানে ধড়পাকড়
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১২জুলাইঃ
দেশে চলছে আনলক ২ চলছে, আর তাতে সর্বত্র মানুষজনের আচরন বিধি এমন যেন দেশ করোনার প্রকোপ থেকে মুক্ত হয়ে গেছে। তাই বেশ বেপরোয়াভাবে মানুষজনকে বাইরে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। একই চিত্র দেখা গেল শহর দুর্গাপুরে। একেই আনলক তার ওপর আজ রবিবার ছুটির দিন। সকাল থেকে শহরের বিভিন্ন বাজারে একদিকে যেমন ভিড় উপচে পড়তে দেখা যায় তেমনই অনেকের মুখই ছিল মাস্ক বিহীন। এমতবস্থায় বেশ কড়া ভূমিকা নিতে দেখা গেল দুর্গাপুর পুলিশকে। বেনাচিতি বাজার হোক কিংবা চণ্ডিদাস বাজার সব জায়গাতেই যে না মাস্ক পড়েছে তাকেই খেতে হল পুলিশের কড়া ধমক। শুধু তাই নয় বাজার থেকে মাস্ক কিনে সেটা পড়লে তবেই পুলিশের থেকে ছাড় মিলেছে সেই ব্যাক্তিকে।
গত কয়েকদিন ধরেই শিল্পাঞ্চল দুর্গাপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বারছে অথচ হুঁশ নেই শিল্পাঞ্চলবাসী। সরকারী স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বিভিন্ন বাজারে মাস্ক না পরেই কেনাকাটা করতে দেখা যাচ্ছিল। তাই সকালে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি(পূর্ব) স্বপন দত্তের নেতৃত্বে বেনাচিতি বাজারে অভিযান চালান অন্যান্য পুলিশ আধিকারিকরা। পথ চলতি মানুষজন সহ বাইক আরোহী এমনকি চারচাকা গাড়ির চালকদেরও মাস্ক না থাকলে তাদের মাস্ক কিনিয়ে তা পরিয়ে তবেই মুক্তি দেওয়া হয়। সাথে মেলে বেশ কড়া ধমকও। তবে এভাবে কি আদৌ করোনার প্রকোপ থেকে বাঁচা সম্ভব যতক্ষণ না প্রতিটি মানুষ নিজেরা সচেতন হচ্ছে?