দুর্গাপুরে মমতা বন্দোপাধ্যায়ের ছবিতে লাল রঙ দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৬এপ্রিলঃ
মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে লাল রঙ দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের ১৯ নং ওয়ার্ডের অন্তর্গত বেনাচিতির কমলপুর প্লটে। ওই এলাকাটি দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের আওতায় পড়ে। মঙ্গলবার লক্ষ্য করা যায় ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়ালের একটি পোস্টার যাতে মমতা বন্দোপাধ্যায়েরও ছবি রয়েছে। সেই ছবিতে কেউ বা কারা লাল রঙ লাগিয়ে দিয়েছে। বিষয়টি তৃণমূল কর্মী সমর্থকদের নজরে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে তাদের মধ্যে।
তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়াল বিষয়টি নিয়ে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগের আঙ্গুল উঠছে বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপি পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটি শাসকদলের অন্তর্কলহের ফলাফল।