দুর্গাপুরে প্রচুর পরিমানে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার, গ্রেফতার ১
আমার কথা, দুর্গাপুর, ১৪ অক্টোবর:
মহালয়ার আগের রাতে গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রচুর নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করলো দুর্গাপুরের নিউটাউনশিপ থানার পুলিশ। সাথে গ্রেফতার হয়েছে অভিযুক্ত ব্যবসায়ী।
জানা গিয়েছে, দুর্গাপুরের বিওজিএল প্ল্যান্ট সাইট এলাকায় নিজের বাড়িতে প্রচুর পরিমানে শব্দবাজি মজুত করেছিলেন বিশ্বনাথ দেবনাথ নামে অভিযুক্ত ব্যবসায়ী। সুত্র মারফত তা জানতে পেরে শুক্রবার রাতে বিশ্বনাথের বাড়িতে রাত ৮ টা নাগাদ হানা দেয় পুলিশ। পুলিশের আসার খবর জানতে পেরে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। তবে শেষে পুলিশের হাতে ধরাও পড়ে যায় বিশ্বনাথ। ঘটনাস্থল থেকে ৩৫ ধরনের ৮০ কেজি শব্দবাজি উদ্ধার হয়, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। ধৃতকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় ১০ দিনের পুলিশী হেফাজতের আবেদন করে।
প্রসঙ্গত: আগস্ট মাসে উত্তর ২৪ পরগণার দত্তপুকুরে একটি বাজি কারখানায় বিস্ফোরনে মৃত্যু হয়েছিল ৯ জনের। সেই ঘটনার পরে প্রশাসন নড়ে বসে। শুরু হয়েছিল তল্লাশি। সেই মাসেই ৩০ তারিখে আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত রামবাঁধ এলাকায় একটি বাড়িতে নিষিষ শব্দবাজি মজুতের খবর পায় পুলিশ। ওই বাড়িতে জনৈক কৃষ্ণা আগরওয়াল নামে এক ব্যাক্তি বাড়ির চারটি দোকান গুদাম হিসেবে ভাড়া নেয়। সেই গুদামের সার্টারের বাইরে লেখা ছিল ওই গুদামে বাচ্চাদের খেলনা, পুরুষ মহিলাদের পোশাক, রেইনকোট, ছাতা ইত্যাদি পাওয়া যায়। আর এদিকে গুদামের ভেতরে ওই বাজি মজুত ছিল। পুলিশ অভিযান চালিতে একটি পুরো গুদাম ও একটি গুদামের অর্ধেক বাজি বাজেয়াপ্ত করে। তবে অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়।