দুর্গাপুর পুলিশের জালে কুখ্যাত লোহা মাফিয়া

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৮ সেপ্টেম্বরঃঃ
প্রায় ৪ বছর পলাতক থাকার পরে কুখ্যাত লোহা মাফিয়া গোপাল জয়সওয়ালকে গ্রেপ্তার করল দুর্গাপুর থানার পুলিশ। তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় শনিবার।
দুর্গাপুরের বিধাননগরের বাসিন্দা গোপাল জয়সওয়াল। কুখ্যাত লোহা মাফিয়া বলে পরিচিত।দীর্ঘদিন যাবত তার বিরুদ্ধে বিভিন্ন বন্ধ কারখানা সহ বিভিন্ন জায়গায় লোহা ধাতব বস্তু চুরি হতো এবং তা গোপালের কাদারোড এলাকার লোহার কাঁটায় জমা হত। সেখান থেকেই লোহা ও ধাতব বস্ত চলে যেত বিভিন্ন জায়গায়। লোহা ও বিভিন্ন ধাতব বস্তুর এই অবৈধ কারবারি গোপাল জয়সওয়াল “” সিন্ডিকেট””তৈরি করে চোরাই লোহার।২০১৭-১৮ সালে দুর্গাপুরের ডিটিপিএস ফাঁড়িতে গোপালের বিরুদ্ধে অভিযোগ জমা হলে পুলিশ তার খোঁজ চালাচ্ছিল। এতদিনে তার খোঁজ পেল পুলিশ।গোপালের বিরুদ্ধে অন্ডাল,কোকওভেন থানাতেও অভিযোগ রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।যদিও আজ আদালতে তোলার সময় গোপাল নিজেকে নির্দোষ বলে জানায়।
ডিসিপি(পুর্ব) অভিষেক গুপ্তা জানান গোপাল জয়সওয়াল এর বিরুদ্ধে পুরানো মামলা ছিল। তাকে এলাকায় পাওয়া যায়। গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অন্ডাল ও কোকওভেন থানায় অভিযোগ রয়েছে। তাকে পুলিশি হেফাজতে নিয়ে লোহার কালো কারবারের সমস্ত তথ্য পাওয়া যাবে।