খোদ মেয়র পারিষদের ওয়ার্ডে চলছে অবৈধভাবে পুকুর ভরাটের কাজ
আমার কথা, আসানসোল, ১৮ জুলাইঃ
আসানসোল পুরসভার ৪৬নম্বর ওয়ার্ডের আসানসোল জেলা হাসপাতালের সামনে পানিট্যাংকি এলাকায় অবৈধ ভাবে পুকুরের আসে পাশে ভরাটের কাজ চালানো হচ্ছে বলে অভিযোগ। খোদ পুরসভার মেয়র পারিষদের ওয়ার্ডে এই ঘটনায় চাঞ্চল্য ছরিয়েছে পুরবাসীর মধ্যে। তবে এ বিষয়ে পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস চ্যাটার্জী বলেন বিষয়টি নিয়ে খবর এসেছিলো এবং তৎক্ষণাৎ বিএলআরো দপ্তর কে বিষয়টি জানানো হয়েছে এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। তবে পুকুর ভরাট কখনোই করা যাবে না। মুখমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে পুকুর ভরাট করা যাবে না।
তবে এই বিষয়ে বিরোধী কাউন্সিলার চৈতালি তিওয়ারি বলেন আসানসোল পুরোনিগম পুরোপুরি দুর্নীতিতে চলছে। সাধারণ গরীব মানুষদের কথা ভাবার সময় নেই। আমরা অনেক চিঠি দিয়েছি অনেক আন্দোলন করেছি তাঁদের কোনো কর্ণপাত নেই আমাদের শহর আসানসোল বাঁচাতে বৃহত্তর আন্দোলনে নামবো।