দুর্গাপুরের বালি মাফিয়া পারফেজ গ্রেফতার

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৭ নভেম্বরঃ
বিহারের মোজাফফরপুর থেকে গোয়েন্দা বিভাগ গ্রেফতার করল দুর্গাপুরের পারভেজ আলম সিদ্দিকী নামে এক অবৈধ বালিকারবারীকে।
দুর্গাপুরের নঈম নগর এর বাসিন্দা পারভেজ আলম সিদ্দিকী বালি কারবারের সাথে যুক্ত দীর্ঘদিন ধরে। অন্ডাল থানায় বালি চুরির অভিযোগ দায়ের হয় পারভেজ আলম সিদ্দিকীর নামে আর তারপর থেকেই ফেরার ছিল পারভেজ আলম সিদ্দিকী। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর গোয়েন্দা বিভাগ বিহারের মোজাফফরপুর থেকে শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে। আজ রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে তাকে তোলা হলে গোয়েন্দা বিভাগে নিজেদের হেফাজতে রাখার আবেদন জানানো হয়। দুর্গাপুর মহকুমা আদালত অভিযুক্ত ওই অবৈধ বালি কারবারীকে ১৪ দিনের গোয়েন্দা বিভাগের হেফাজতে রাখার নির্দেশ দেন।
প্রসঙ্গতঃ বেশ কয়েক মাস আগে সুজয় পাল (কেবু )নামে এক বালি কারবারীকে গ্রেফতার করে পুলিশ। সেই সময় সুজয় পালের (কেবু) সহযোগী হিসাবে পারভেজ আলম সিদ্দিকীর নাম উঠে আসে।