অন্ডালে ১২৭৪ জন ভোটার দিলেন না ভোট
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৬এপ্রিলঃ
পূনর্বাসনের দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসীরা। ঘটনাটি রানীগঞ্জ বিধানসভার অন্ডালের মদনপুর পঞ্চায়েতের হরিশপুর গ্রামের। স্থানীয় সূত্রের খবর বহুদিন আগে গ্রামটিকে বিপদজনক বলে ঘোষণা করেছে প্রশাসন। কিন্তু এখনো পুনর্বাসন পায়নি বাসিন্দারা। বছরখানেক আগে গ্রামে ধসের ঘটনা ঘটে। যার ফলে আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। বেশিরভাগ বাসিন্দা আতঙ্কে গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছে। গ্রামবাসীরা প্রশাসনের বিভিন্ন স্তরে বারবার পূনর্বাসনের দাবিতে সোচ্চার হয়েছেন। দাবির সমর্থনে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভও দেখিয়েছে বাসিন্দারা। প্রশাসনের কাছ থেকে আশ্বাস মিললেও মেলেনি পুনর্বাসন। তাই সোমবার ভোটদান থেকে বিরত থাকেন বাসিন্দারা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে এলাকায় রয়েছে দুটি বুথ। ভোটার সংখ্যা ১২৭৪ জন । ১২০ ও ১২১ নম্বর দুটি বুথে এদিন বেলা এগারোটা পর্যন্ত কেউ ভোট দেয়নি বলে সূত্রের খবর। গ্রামবাসীদের পক্ষে অর্চনা গোপ, তাপস গোগ-রা জানান পুনর্বাসন না পেলে ভোট দেয়ার প্রশ্ন নেই। কোন রাজনৈতিক দলের প্রার্থী অথবা প্রশাসনের কেউ এখনো পর্যন্ত গ্রামবাসীদের সাথে কথা বলতে আসেনি বলে তারা জানান।