অন্ডালে শিশু মৃত্যু কান্ডে গ্রেফতার ৪
আমার কথা, অন্ডাল, ৪ জানুয়ারী:
উখড়াতে শুক্রবার সন্ধ্যাবেলায় স্থানীয় নতুন হাটতলা এলাকায় এক চিকিৎসকের চেম্বারে শিশু মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র হয়েছিল এলাকা। ভুল ইনজেকশন দেওয়ার কারণেই শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগে সরব হয় মৃত শিশুর পরিবার আত্মীয় পরিজনের। পাণ্ডবেশ্বর থানার জোয়ালভাঙ্গা গ্রামের বাসিন্দা শিশুটির বাবা রাজু রুইদাস বলেন পেটের অসুখ হয়েছিল ছেলের। চিকিৎসার জন্য ডাক্তার রাজেশ মাঝির চেম্বারে নিয়ে যায় তাকে। চিকিৎসক বাচ্চাটিকে চারটি ইঞ্জেকশন দেন এর কিছুক্ষণ পরে ছেলে মারা যায় বলে অভিযোগ করেন রাজু বাবু। এরপরই ডাক্তারের চেম্বার সহ সংলগ্ন এলাকায় শুরু হয় তাণ্ডব। উত্তেজিত জনতা চালায় ব্যাপক ভাঙচুর। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কিন্তু ঝামেলায় থামাতে প্রাথমিকভাবে পুলিশ ব্যর্থ হলে পরে আশপাশের থানা থেকে বিশাল সংখ্যক পুলিশ আসে ঘটনাস্থলে। নামে ক্যামব্যাট ফোর্স। পুলিশ লাঠি উঁচিয়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে ক্ষিপ্ত জনতা পাল্টা পুলিশের উপর চড়াও হয়। পুলিশকে লক্ষ্য করে ক্ষিপ্ত জনতা ছুড়তে থাকে ইঁট, পাটকেল। ইঁটের আঘাতে অন্ডাল থানার ওসি মেঘনাথ মন্ডল সহ কয়েকজন পুলিশ কর্মী আহত হন।
শুক্রবার রাতে ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে গ্রেফতার করে। ধৃতরা হল উখরা গ্রামের হুজুক পাড়ার বাসিন্দা জয়ন্ত রুইদাস, নতুন হাটতলার পাপ্পু বাদ্যকর, পোস্ট অফিস পাড়ার রোহিত মন্ডল, মহন্তস্তল পাড়ার সোমনাথ কর্মকার। পুলিশের কাজে বাধা, ভাঙচুর, আক্রমণ করা সহ একাধিক ধারায় পুলিশ ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। শনিবার পুলিশ ধৃতদের পেশ করে দুর্গাপুর মহাকুমা আদালতে বিচারকের এজলাসে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন পুলিশ জানাবে বলে খবর।
অন্যদিকে জনতার রোষ থেকে অভিযুক্ত চিকিৎসককে বাঁচাতে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে চিকিৎসককে ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি, মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জানানো হয়নি তাই ময়নাতদন্ত না করিয়েই শিশুর দেহটি তার পরিবারের হাতে তুলে দেয় পুলিশ।৷