অন্ডালে খনিগর্ভে আগুন, আতঙ্ক
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৯ জুলাইঃ
খনি গর্ভে আগুন, তড়িঘড়ি কর্মরত শ্রমিকদের তুলে আনা হলো উপরে। কেন্দা এরিয়ার বহুলা কোলিয়ারির নর্থজামবাদ ইউনিটের ঘটনা।
শুক্রবার অন্যান্য দিনের মতো ইসিএল এর কেন্দা এরিয়ার বহুলা কোলিয়ারির নর্থ জামবাদ ইউনিটে খনির নিচে কাজ করছিলেন শ্রমিকেরা। আচমকাই আশপাশ থেকে আগুনের শিখা ও ধোঁয়া উড়তে দেখা যায়। আতঙ্ক তৈরি হয় কর্মরত শ্রমিকদের মধ্যে। খবর পাঠানো হয় খনির আধিকারিকদের কাছে। নিরাপত্তা স্বার্থে খনির নিচে কর্মরত ৭০ জন শ্রমিককে দ্রুত উপরে তুলে আনা হয়। সূত্র মারফত জানা গিয়েছে দুটি কোলিয়ারির সুরঙ্গের সংযোগস্থলে পরিত্যক্ত ইউনিটে বেশ কিছুদিন আগে আগুন লাগে। দিন কয়েক আগে আগুন যাতে অন্যত্র না ছড়ায় তাই সেই জায়গাটিতে স্টপিং ( ইঁটের দেওয়াল ) করে দেওয়া হয়। এদিন সেখান থেকেই ধোঁয়া ছড়িয়েছে বলে শ্রমিকদের ধারণা। প্রায় দশ বছর আগে ওই জায়গাটি থেকে কয়লা খনন করা হয়েছে। বর্তমানে খনির নিচে ওই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। খনিগর্ভে পরিত্যক্ত জায়গায় মাঝে মধ্যে আগুন লাগে। এটি স্বাভাবিক ঘটনা বলে এক আধিকারিক জানান। সংশ্লিষ্ট কোলিয়ারির এজেন্ট আর,পি,সিং জানান খবর পাওয়া মাত্র কর্মরত শ্রমিকদের তুলে আনা হয়েছে। সংস্থার নিরাপত্তা আধিকারিকেরা জায়গাটি পরিদর্শন করে যা নির্দেশ দেবেন সেইমতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।