আরজি কর কান্ডের প্রতিবাদে অন্ডালে জাতীয় সড়ক অবরোধ বামেদের
আমার কথা, অন্ডাল, ১৭ আগস্ট:
আর জি কর কাণ্ডের প্রতিবাদে শনিবার ১৯ নম্বর জাতীয় সড়কের কাজোড়ো মোড়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো সিপিআইএম কর্মী সমর্থকরা।
বেলা ১১ টা থেকে অবরোধ চলে ১১টা ২৫ মিনিট পর্যন্ত। পোড়ানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল। এদিনের অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম দলের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, জেলা কমিটির সদস্য প্রবীর মন্ডল, অঞ্জন বকশি, জি,কে শ্রীবাস্তব সহ অন্যরা। দলের পক্ষ থেকে জানানো হয় এদিনের অবরোধ কর্মসূচির কারণ হচ্ছে আরজি কর কান্ড। সেখানে নিশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে ডাক্তার ছাত্রীকে। সমস্ত দোষীকে দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানানো হয়। অবরোধ কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণ পর পুলিশ অবরোধ তুলতে গেলে বাম কর্মী সমর্থকদের সাথে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। ২৫ মিনিট অবরোধের কারণে জাতীয় সড়কে তৈরি হয় যানজট।