অন্ডালে মোবাইলের দোকানে চুরির কিনারা, গ্রেফতার ২
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২ এপ্রিলঃ
মোবাইলের দোকানে চুরির কিনারা করল পুলিশ। উদ্ধার হল চুরি যাওয়া মোবাইল সহ অন্যান্য সামগ্রী। জিজ্ঞাসাবাদের জন্য ধৃত দুই জনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ।
উল্লেখ্য গত ২৬ শে মার্চ অন্ডাল দক্ষিণ বাজারের রয়েলিটি মোড়ে একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে। দোকানের দেওয়াল কেটে ভিতরে ঢুকে দুষ্কৃতিরা লোপাট করে নিয়ে যায় একাধিক মোবাইল সহ বেশ কিছু ইলেকট্রনিক্স সরঞ্জাম। তদন্তে নেমে ছোটু সিং ও বামা দেবদাস নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া ২৬ টি নতুন ও ৩টি পুরনো মোবাইল, ল্যাপটপ,ট্যাব সহ অন্যান্য সামগ্রী। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের হেফাজতে নিয়েছে পুলিশ। আগামী ৪ এপ্রিল তাদের ফের কোর্টে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।