অন্ডালে জুয়ার ঠেক ভাঙ্গতে গিয়ে জুয়াড়িদের হাতে আক্রান্ত পুলিশ, আহত তিন পুলিশকর্মী
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১৫ডিসেম্বরঃ
জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে জুয়ারিদের হাতে আক্রান্ত হল পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অন্তর্গত ধান্ডারডিহি গ্রামে। আহত পুলিশেরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে কয়েকজন বলে পুলিশ সুত্রে খবর । ঘটনাকে ঘিরে বেশ উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
সোমবার ধান্ডারডিহি গ্রামের সুবদা বুড়ি কালীমন্দিরে অগ্রহায়নের কালী পুজো উপলক্ষ্যে জুয়ার আসর বসে। খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ হানা দেয় ওই জুয়ার আসরে। সেখানে পুলিশের সাথে বচসা বাধে জুয়ারীদের। এরপর পুলিশ জুয়ার আসর ভাঙ্গতে গেলে বাধা দেয় জুয়ারীরা, ঘটনায় বচসা থেকে দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। জুয়ারিদের আক্রমনে রঞ্জিত মাহাতো নামে এক পুলিশ আধিকারিক সহ দুজন পুলিশ জখম হন। রঞ্জিত মাহাতোর চোয়াল ভেঙ্গেছে বলে স্থানীয়রা জানান । বর্তমানে রজ্ঞিতবাবু সহ অন্য আহত পুলিশ কমীরা দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন বলে সুত্রের খবর।
অপরদিকে, এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ রাজীব ভান্ডারী সহ আটজনকে গ্রেফতার করেছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। আগামীকাল অর্থাৎ বুধবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। ধৃতরা প্রত্যেকেই এলাকায় তৃণমূল সমর্থক বলে পরিচিত বলে দাবি করছেন বিরোধীরা।
এবিষয়ে মদনপুর গ্রাম পঞ্চায়েতের তৃনমূল অঞ্চল সভাপতি অজয় পাত্র বলেন যারা জুয়ারী বা যারা গ্রেফতার হয়েছে তাদের তৃণমূল কংগ্রেসের সাথে কোন