অন্ডালে “পোস্টার কান্ড”- পুলিশের দ্বারস্থ তৃণমূলের ব্লক সভাপতি
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৮ সেপ্টেম্বরঃ
তৃণমূলের ব্লক সভাপতি কালোবরণ মণ্ডলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, কয়লা, বালি পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ সম্বলিত পোস্টার দেখা যায় অন্ডালের বিভিন্ন জায়গায়, যা নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। শাসক দলের অন্দরেও শুরু হয় গুঞ্জন। বুধবার অন্ডাল মোড়ে দলের ব্লক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে পোস্টারে উল্লেখিত সমস্ত অভিযোগ অস্বীকার করেন কালোবরন বাবু। প্রথমেই তিনি বলেন কে বা কারা এই পোস্টর ছড়িয়েছে তা জানি না। তবে যেই এই কাজ করে থাকুক না কেন তার অভিসন্ধি রয়েছে। আমার রাজনৈতিক ক্যারিয়ারকে কালিমালিপ্ত করাই তার উদ্দেশ্য বলে আমার মনে হয়। তিনি জানান ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পঞ্চায়েত সমিতির সভাপতি পদে ছিলাম। পদ ছাড়ার সাড়ে তিন বছর পর এই ধরনের অভিযোগের কোনো যৌক্তিকতা নেই। তাছাড়া আমার বিরুদ্ধে কারো কাছে দুর্নীতির অথবা অবৈধ কারবারে জড়িত থাকার তথ্য প্রমাণ থাকলে সে আইনের দ্বারস্থ হতে পারতেন। তিনি বলেন আমি স্বচ্ছতার সাথে কাজ করেছি। তাই যে কোন তদন্তের সম্মুখীন হতে আমি রাজি আছি। তবে পোস্টার কাণ্ডে সরাসরি তিনি কারও নাম উল্লেখ না করেননি। গত বিধানসভা ভোটে টিকিট না পাওয়ার কারণে ওই ব্যক্তি দলের বিরুদ্ধে ভোট দিয়েছেন বলেও অভিযোগ করেন কালোবরন বাবু। তিনি জানান পোস্টার কাণ্ডের পেছনের ব্যক্তিটিকে চিহ্নিত করতে তিনি অন্ডাল থানায় অভিযোগ দায়ের করেছেন। আভ্যন্তরীণ তদন্তের জন্য দলের জেলা সভাপতিকেও অনুরোধ করা হয়েছে বলে কালোবরণ বাবু বলেন। এই ঘটনার পেছনে দলকে দুর্বল করার অভিসন্ধি রয়েছে। তাই দ্রুত তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে পোস্টার কান্ড ঘিরে শাসকদলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা এসেছে প্রকাশ্যে। দল এখন বিষয়টাকে কিভাবে সামাল দেয় সেটাই দেখার।