বাংলা বনধে দুর্গাপুরে বনধ সমর্থনকারীদের ‘গান্ধীগিরি’
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১২ফেব্রুয়ারীঃ
বৃহস্পতিবার সকলের জন্য চাকরির দাবিতে বাম ও কংগ্রেসের যুব সংগঠনের ডাকে নবান্ন অভিযানে পুলিশের ব্যাপক লাঠিচার্জ এর প্রতিবাদে শুক্রবার রাজ্যে জুড়ে ১২ ঘন্টার বনধের ডাক দেয় বাম কংগ্রেস। এই বনধের প্রভাব অবশ্য সেভাবে দুর্গাপুর শহরে পড়তে দেখা যায়নি। সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে রাস্তার পুলিশের টহলদারি দেখা যায়। তবে বনধ সফল করতে সকাল থেকে দলীয় পতাকা হাতে বাম কংগ্রেস সমর্থকদের শিল্পাঞ্চলের পথে নামতে দেখা যায়। তবে এবারের বনধে শহর দুর্গাপুরে বামেদের গান্ধীগিরির পথে এক অভিনব পন্থা অবলম্বন করতে দেখা গেল পুলিশের সাথে। প্রথমে বাঁকুড়া মোড়ে যখন বাম ধর্মঘটীরা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে দেয় তখন তাতে বাধা দেওয়ার চেষ্টা করলে ধর্মঘটীরা পুলিশকে চকোলেট দেওয়ার সাথে সাথে তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন। অপরদিকে, দুর্গাপুরের এফসিআই মোড় এ রাস্তায় আগুন জ্বালিয়ে এবং পুলিশের হাতে চকলেট, গোলাপ ফুল ও তৃণমূলের দলীয় পতাকা ধরাল বনধ সমর্থনকারীরা। তবে বাম অংগ্রেসের এই আচমকা ডাকা বাংলা বনধে বলতে গেলে একপ্রকার স্বাভাবিকই ছিল জনজীবন।