নেতাজীকে সম্মান জানিয়ে রক্তদান শিবির বড়জোড়ায়
আমার কথা, বাঁকুড়া(বড়জোড়া), ২৩ জানুয়ারীঃ
কৃষ্ণচন্দ্র গড়াই- বাঁকুড়া জেলার বড়জোড়ার পাহাড়পুর নবীন সংঘ ক্লাবের উদ্যোগে পাহাড়পুরে দেশনায়ক মহান দেশপ্রেমিক ও স্বাধীনতা সংগ্ৰামী নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আজ দেশপ্রেম দিবসে নেতাজী কে শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবির সংগঠিত হলো। ১১ জন মহিলা সহ মোট ৫৪ জন রক্তদান করলেন এদিন।ক্যালেন্ডার প্রকাশ ও শিবির উদ্ধোধন করেন রক্ত আন্দোলনের রাজ্য কর্মকর্তা কবি ঘোষ। উপস্থিত ছিলেন রক্ত আন্দোলনের অন্যতম সংগঠক তথা আইনজীবী আয়ুব আনসারী, বিশিষ্ট শিক্ষক সুজয় চৌধুরী, প্রশান্ত ভূঁই, মহসিন মন্ডল,দীপক কাড়ার, ক্লাবের কর্মকর্তা অসীম খাঁ, সাগর শীট, বিশিষ্ট সমাজসেবী শ্রীকান্ত বাউরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।