বিরুডিহায় গ্যারেজে বিধ্বংসী আগুন, ঘটনায় রাজনৈতিক রঙ
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২৪ মার্চঃ
কাঁকসার বিরুদিহা লালবাবা আশ্রমের পেছনে একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে প্রথমে দমকলের দুটি ইঞ্জিন।
বুধবার সকাল প্রায় দশটা নাগাদ আগুন লাগলে খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায় পরে পানাগড় অগ্নিনির্বাপক কেন্দ্র থেকে আরও একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে আগুন নেভানোর চেষ্টা চালানো হলেও অবশেষে পানাগড় বায়ু সেনা ছাউনি থেকে একটি দমকলের ইঞ্জিন থেকে ফোম স্প্রে করা হলে। আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও পুড়ে ছাই হয়ে যায় গোটা গ্যারেজ।
স্থানীয়রা এই বিষয়ে কোনো রকম ভাবে মুখ খুলতে চাননি। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এলাকার এক বাসিন্দা জানিয়েছেন ওই গ্যারেজ টি গঙ্গাধর পাত্র নামের এক ব্যক্তির। পানাগড় বায়ু সেনা ছাউনি লাগোয়া বেশ কয়েকটি গ্যারেজ রয়েছে যার চারপাশে তেলের ট্যাংকার পার্কিং করা হয় নিত্যদিন।
গত কয়েক বছর ধরে ওই এলাকায় যে কয়েকটি গ্যারেজ রয়েছে অধিকাংশ গ্যারেজেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে। একটি অগ্নিকাণ্ডের ঘটনায় দু জনের মৃত্যুও হয়েছে পূর্বে। আগুন লাগার ঘটনার পর থেকেই পলাতক গ্যারেজের মালিক গঙ্গাধর পাত্র।
আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশবাহিনী।
পানাগড় দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন গ্যারেজে প্রচুর পরিমাণে তেল মজুদ ছিল যার কারণে আগুন ভয়াবহ আকার নিয়েছিল তবে কেউ হতাহত না হলেও আগুনে ভস্মীভূত হয়েছে গোটা গ্যারেজ।
কি কারণে ওই গ্যারেজে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ ও তেল মজুদ করা ছিল তার তদন্ত শুরু হয়েছে।
বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মার অভিযোগ শাসক দলের মদতেই কাটমাটি খাওয়ার জন্যই এই ধরনের গ্যারেজ রমরমিয়ে চলছে। যেখানে অবাধে বেআইনিভাবে তেল ট্যাংকার থেকে তেল কাটিং করা হয়। সেই কাজ করার সময় এই আগুন লাগার ফলে এত বড় একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বায়ু সেনা ছাউনির সীমানা লাগোয়া এই ধরনের বেআইনিভাবে গজিয়ে ওঠা গ্যারেজ গুলি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি। কারণ বায়ু সেনা ছাউনির পাশে এই ধরনের গ্যারেজ থেকে এর আগেও দু’বার আগুন লাগার ঘটনা ঘটেছিল বারবার এই ধরনের ঘটনা ঘটলে যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বায়ু সেনা ছাউনিতে।
যদিও বিজেপি তোলা অভিযোগ অস্বীকার করেছেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তথা কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সী। তিনি জানিয়েছেন বিজেপি যে অভিযোগ তুলছে তৃণমূলের বিরুদ্ধে, তা পুরোপুরি মিথ্যে। প্রশাসন এই ঘটনায় তদন্ত করে দোষী ব্যক্তির যথাযথ শাস্তির ব্যবস্থা করুক।