দুর্গাপুরে বিজেপির বাইক মিছিলে মাস্ক ও হেলমেটবিহীন সহ-সভাপতিকে অনুসরন কর্মীদের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৬ডিসেম্বরঃ
“আর নয় অন্যায়” বিজেপির রাজ্য জুড়ে এই কর্মসূচীতে রবিবার দুর্গাপুরে একটি বাইক মিছিল বের হল রাজ্য সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায়ের নেতৃত্বে। সাথে ছিলেন বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই। এদিনের এই বাইক মিছিলকে ঘিরে সমালোচনার ঝড় উঠল শহর দুর্গাপুরে। খোদ রাজ্যের সহ সভাপতি যিনি ছিলেন এই “আর নয় অন্যায়” কর্মসূচীর অগ্রভাগে, করোনা আবহে সেই সহ সভাপতির মুখে না ছিল মাস্ক আর না ছিল মাথায় হেলমেট। শুধু তাই নয় জেলা সভাপতির ক্ষেত্রেও একই চিত্র ধরা পড়ে। তিনিও ছিলেন মাস্ক ও হেলমেট বিহীন। পাশাপাশি এদিন বিজেপির এই বাইক মিছিলে সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায়ের বাইককে অনুসরন করেছিলেন যে কর্মী সমর্থকরা তাদেরও অধিকাংশ সহ সভাপতি ও জেলা সভাপতিকেই অনুসরন করেন অর্থাৎ মাস্ক আর হেলমেট ছাড়াই মিছিলে অংশ নেয়। এই মিছিলটি মুচিপাড়া থেকে বেরিয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে চন্ডিদাস রোডে গিয়ে শেষ হয়।
এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাফ জানিয়ে দেন “এই রাজ্যে আইন না মানাই আইন হয়ে গেছে। তৃণমূলের লোকেরাও তো আইন মানছে না। তৃনমূলের জন্য যদি কোনো আইন নেই তো আমাদের জন্যও কোনো আইন নেই। আমরা এখানে আইনের শাসন প্রতিষ্ঠা করব।”
সহ সভাপতির এহেন বক্তব্যে শিল্পাঞ্চলবাসীদের একাংশের প্রশ্ন যে, বিজেপি একদিকে বলছে আর নয় অন্যায় অথচ তাঁরা নিজেরাই আইন না মানার অন্যায় করছেন। তাঁরা ভবিষ্যতে এই রাজ্যের মানুষকে কি পথ দেখাবে? সেক্ষেত্রে কি এই বিজেপির উপর ভরসা রাখা যায়? সেটা অবশ্য সময়ই বলবে।