বুদবুদে পঞ্চায়েত প্রধানের ছেলেকে গুলি করে খুন, কাঠগড়ায় বিজেপি
আমার কথা, পূর্ব বর্ধমান(বুদবুদ), ৭ সেপ্টেম্বরঃ
বুদবুদের দেবশালা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বক্সীর ছেলে যুব তৃণমূল নেতা চঞ্চল বক্সীকে গুলি করে খুনের অভিযোগ উঠলো বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সমগ্র বুদবুদ এলাকা জুড়ে।
আউশগ্রাম দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হায়দার আলী জানিয়েছেন শ্যামল বক্সী ও তার ছেলে চঞ্চল বক্সী একটি দলীয় অনুষ্ঠান থেকে যখন ফিরছিলেন সেই সময় ভাতকুন্ডা এলাকার আগে জঙ্গল থেকে আচমকা দুষ্কৃতীরা ৫ রাউন্ড গুলি ছোঁড়ে। ৩টি গুলি লাগে চঞ্চল বক্সীর গায়ে। খবর পেয়ে দলীয় কর্মীরা তাকে আউশগ্রাম দু নম্বর ব্লকের জামতারা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি বন্দুক।
বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা বলেন ঘটনা অত্যন্ত নিন্দনীয়।তবে বিজেপি এই ধরণের কাজ করে না। তৃণমূল নিজেরাই রক্তের খেলা শুরু করেছে এটা নিজেরাই করেছে। বিজেপির কোনো যোগ নেই এই ঘটনায়।