উলটপুরান, দুর্গাপুরে বিজেপিতে ভাঙ্গন, তৃণমূলে যোগ দিলো ২৫০জন বিজেপি কর্মী

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩জানুয়ারীঃ
একদিকে যখন বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে আসন্নন বিধানসভা নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলায় ৯টি বিধানসভা বিরোধী শূণ্য করে দেবে সেখানে বিধানসভা নির্বাচনের আগেই দুর্গাপুরের পদ্মফুল শিবিরে ভাঙ্গন ধরতে দেখা গেল। দুর্গাপুরে পলাশডিহার যে মাঠে দিন কয়েক আগে বিজেপির যোগদান মেলার আয়োজন করা হয়েছিল, ঠিক সেই মাঠেই মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে রবিবার তৃণমূলের এক সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ২৫০জন কর্মী সমর্থক বলে দাবি তৃণমূল কংগ্রেসের।
এদিনের সভা থেকে মন্ত্রী মলয় ঘটক বলেন, সেদিন বিজেপির সভায় যোগ দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শিল্পাঞ্চলে সভা করে গেলেও শিল্প নিয়ে একটি কথাও তিনি সেদিন বলেননি। তিনি একবারও এই প্রশ্ন করলেন না যে কেন অ্যালয় স্টিল প্ল্যান্ট কিংবা দুর্গাপুর ইস্পাত কারখানা বেসরকারী হাতে তুলে দেওয়া হবে, বললেন না দুর্গাপুর থার্মাল পাওয়ার যে কারখানায় ১৭০০ কর্মীকে বেকার করে দিয়ে কেন বন্ধ হয়ে গেল?
এদিন মলয় ঘটক কটাক্ষ করে বলেন বিজপিতে উপঢৌকন দিয়ে কয়লা মাফিয়াদের দলে নেওয়া হচ্ছে। টাকা দিয়ে সভায় লোক আনা হচ্ছে।
বিজেপিতে যোগ দেওয়ার পরে াজ রবিবার নিজের বাড়িতে ফিরে চায়ে পে চর্চা থেকে সাংসদ সুনীল মণ্ডল দাবি করেন আগামী ৩১জানুয়ারীর মধ্যে সংখ্যালঘু হয়ে যাবে তৃণমূল। সেই প্রেক্ষিতে মন্ত্রী সুনীল মন্ডলকে “পাগল” আখ্যা দেন।