ভোট উৎসবের মধ্যে দুর্গাপুরের সনকা হাসপাতালে করোনা প্রান কেড়ে নিলো ৫ জনের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৭এপ্রিলঃ
ভোট ভোট ভোট, ভোট উৎসবে যখন মাতোয়ারা শিল্পাঞ্চল দুর্গাপুর তখন শিল্পবাসীর অজান্তে চুপিসারে ৫টি প্রাণ কেড়ে নিলো ভয়াবহ করোনা। হ্যাঁ একদমই তাই গতকাল অর্থাৎ ২৬এপ্রিল পশ্চিম বর্ধমান জেলায় ছিল সপ্তম দফার নির্বাচন। একদিকে যখন শহর দুর্গাপুর সহ জেলার মোট ৩০৬৪টি বুথে নির্বাচন চলছিল তখন কাঁকসার সরকারী করোনা হাসপাতালে করোনার সাথে লড়াই চালাচ্ছিলেন ওই ৫জন সহ মোট ১১৫ জন রোগী। কিন্তু ওই ৫ জন করোনায় আক্রান্ত ব্যাক্তি শেষ পর্যন্ত করোনার লড়াইতে পরাজিত হলো।
এদিকে ভোটের মোহ কাটতেই রাত পেরোনোর পরেই শিল্পনগরীকে গ্রাস করেছে করোনার আতঙ্ক। এই মুহূর্তে সনকা হাসপাতালে করোনার সাথে পাঞ্জা লড়ছেন ১১২ জন রোগী যার মধ্যে করোনায় আক্রান্ত হয়ে গতকাল ওই হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। চিকিৎসাধীন রোগীর মধ্যে ৫৬ জন রয়েছেন অক্সিজেনের সাপোর্টে।