দুর্গাপুরে ব্যবসায়ীর কোটি টাকা ছিনতাই, গ্রেফতার পুলিশ আধিকারিক সহ ৬
আমার কথা, দুর্গাপুর, ৬ সেপ্টেম্বরঃ
ভিন রাজ্যের এক ব্যবসায়ীর কোটি টাকা লুঠ করার অভিযোগে এবার পুলিশের হাতে গ্রেফতার হল পুলিশ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর থানার অন্তর্গত সিটিসেন্টার লাগোয়া ১৯ নং জাতীয় সড়কের উপর। ঘটনায় এখনো পর্যন্ত্য গ্রেফতার হয়েছে ৬ জন। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চলে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, দিল্লির বাসিন্দা মুকেশ চাওলা নামে এক রেলের ঠিকাদার(লিজ হোল্ডার) যিনি তাঁর ব্যবসায়িক সঙ্গী(নতুন) এর সাথে কথা বলতে আসানসোলের সীতারামপুরে আসেন। সাথে ছিলেন তাঁর মুন্সি। ব্যবসায়িক আলোচনার পর বৃহস্পতিবার মুকেশবাবু আসানসোল থেকে কলকাতায় রেলের দপ্তরের উদ্দেশ্যে গাড়ি করে রওনা দেন। সাথে ছিল ১ কোটি ১ লক্ষ টাকা বলে দাবি মুকেশবাবুর। ১৯ নং জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় দুর্গাপুরে পিয়ালা কালীবাড়ির কাছে তাঁর গাড়ি আসতেই পথ আটকায় কয়েকজন। তাঁরা নিজেদের ক্রাইম ব্রাঞ্চের পরিচয় দেয়। এরপর তাঁকে গাড়ি থেকে নামিয়ে রাস্তার ধারে নিয়ে যায়। ব্যবসায়ীকে ভয় দেখিয়ে তাঁর থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সেই রাতেই দুর্গাপুর থানায় মুকেশবাবু গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিস দ্রুততার সাথে তদন্ত শুরু করে দেয়। তদন্তে নেমে ঘটনার প্রেক্ষাপট ধরে নানা সুত্র ধরে গ্রেফতার করে দুর্গাপুর থানার এ এস আই, সিআইডির বম স্কোয়াডের কনস্টেবল , পুলিশ থেকে বহিষ্কৃত মে এক আধিকারিক ও তিনজন স্থানীয় ব্যবসায়ী যাদের সাথে মুকেশবাবুর নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরি হয়েছে। পুলিশের পক্ষ থেকে ধৃত পুলিশ কর্মীদের নাম প্রকাশ করা হয়নি এখনো পর্যন্ত্য।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা জানান, “ঘটনার গুরুত্ব বুঝে আমরা সেভাবেই তদন্ত করছি। আইনের চোখে সবাই এক তাই পুলিস বলে তাঁদের রেয়াত করা হবে। আমরা নিরপেক্ষ ভাবে তদন্ত করছি। আমরা অনেক কিছুই সুত্র পেয়েছি। আমরা আরো সুত্র আগামীদিনেও পেয়ে যাবো মনে হচ্ছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করছি। এই ঘটনায় আরো কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছি। “