দুর্গাপুরে গাড়ি ঢুকে পড়ল বাড়িতে, আহত এক মহিলা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩১ মার্চঃ
নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ভিতরে ঢুকলো একটি ছোট গাড়ি। অল্পের জন্য রক্ষা পেলেন বাড়ির সদস্যরা।
ঘটনাটি ঘটেছে বুধবার রাত্রে দুর্গাপুরের শংকর পুরের রাঙামাটি এলাকায়।
জানা গেছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়ি প্রথমে শংকরপুর মোড়ে এক মহিলাকে ধাক্কা মারে। এর পরেই নিয়ন্ত্রণ হারিয়ে শংকরপুরের রাঙামাটি এলাকায় রাস্তার পাশেই একটি বাড়িতে ঢুকে পড়ে ওই ছোট গাড়িটি।
গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত হয় ছোট গাড়ির চালকও।
খবর পেয়ে ঘটনাস্থলে বিধান নগর ফাড়ির পুলিশ পৌঁছে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার জেরে যানজটের সৃষ্টি হলে পুলিশ গাড়িটিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।