দুর্গাপুরে বালি বোঝাই ডাম্পার উল্টে ভাঙ্গল বাড়ির কিয়দংস
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২ফেব্রুয়ারীঃ
বালি বোঝাই একটি ডাম্পার উল্টে ভেঙ্গে গেল একটি বাড়ির কিয়দংস। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ১৮নং ওয়ার্ডের অনতর্গত শালবাগান এলাকায়।
ওই এলাকার বাসিন্দা জয়দেব সরকার জানান, আজ মঙ্গলবার ভোর রাতে বালি বোঝাই একটি ডাম্পার পথ ভুলে ওই এলাকায় সরু রাস্তার মধ্যে ঢুকে পরে সম্ভবতঃ আর সেই কারনে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি উল্টে যায়। ডাম্পারটি উল্টে জয়দেব সরকারের বাড়ির উপর উল্টে যায়। যার জেরে জয়দেব বাবুর বাড়ির পাঁচিল সহ শৌচালয় ভেঙ্গে যায়। শুধু তাই নয় ফাটল ধরে রাস্তাতেও। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় এ-জোন ফাঁড়ির পুলিশ। প্রশাসনের তরফে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান জয়দেববাবু।