দুর্গাপুরে বিভিন্ন পেশার মানুষদের নিয়ে তৈরি হল নারী নিগ্রহ বিরোধী কমিটি
আমার কথা, দুর্গাপুর, ২ সেপ্টেম্বরঃ
রবিবার দুর্গাপুরের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষজনের উপস্থিতিতে একটি নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হলো স্টিল মার্কেট তামান্না হলে আর জি করের তরুণী চিকিৎসকের গণধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে এবং এই ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। অনুষ্ঠান শুরু হয় স্বরলিপি সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে আগুনের পরশমণি গানের মধ্য দিয়ে। সভায় মূল প্রস্তাব পাঠ করেন শ্রীমতি লতা ঘোষ। প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন ডাক্তার দীপঙ্কর সেন, ডাক্তার দীপান্বিতা সে্ ডাক্তার গোবিন্দ মন্ডল আইনের ছাত্রী সম্প্রীতি চক্রবর্তী, সূচনা দত্ত, শিক্ষক সুনীল চক্রবর্তী মহাশয় উৎপল দেবনাথ মহাশয়, নালন্দা নার্সিং কলেজের সিস্টার টিউটর মিফসা খাতুন, নার্স শম্পা বসু এছাড়াও সাংস্কৃতিক গোষ্ঠী শ্রুতিরঙ্গম, জনান্তিক আবৃত্তি শ্রুতি নাটকের মধ্য দিয়ে বিচারের দাবিকে ঊর্ধ্বে তুলে ধরেন। যতক্ষণ না দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে এই অঙ্গীকার নিয়ে আগামী ৪ ঠা সেপ্টেম্বর রাত ন’টা থেকে দশ টা ঘরের আলো বন্ধের যে আন্দোলনের কর্মসূচি ডাক্তাররা ঘোষণা করেছেন সেই কর্মসূচি দুর্গাপুরে পালিত হওয়ার আহ্বান জানানো হয়। নারী নিগ্রহ বিরোধী দুর্গাপুরে নাগরিক কমিটি গঠিত হয়। রাখি জৈন শিপানি, ও ইতি বসু দত্তকে যুগ্ম আহ্বায়ক করে এই কমিটি গঠিত হয়।