দুর্গাপুরে যেন রাজসূয় যজ্ঞের আয়োজন, স্পোর্টস কার্নিভাল হতে চলেছে শহরে
আমার কথা, দুর্গাপুর, ৪ জানুয়ারী:
গত দুবছর ধরে দুর্গাপুরে দুর্গাপুজার বিসর্জনের কানির্ভালের সাক্ষী থাকছেন শিল্পাঞ্চলবাসী। চরম উন্মাদনা দেখা যায় এই পুজোর কার্নিভালকে ঘিরে। এবার কার্নিভালের তালিকায় সংযুক্ত হতে চলেছে আরো একটি দিক, আর তা হল স্পোর্টস কার্নিভাল।
যুব সমাজ মোবাইলের মধ্যে ডুবে না থেকে, হোক খেলার মাঠ মুখি। সমস্ত ধরনের খেলাধুলার প্রতি উৎসাহ তৈরি হোক সবার। এই ভাবনাকে সামনে রেখে, দুর্গাপুর ক্লাব সমন্বয় এর উদ্যোগে শিল্পশহর দুর্গাপুরের বুকে অনুষ্ঠিত হতে চলেছে,” দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫”। এই স্পোর্টস কার্নিভালকে কেন্দ্র করে , দুর্গাপুরের শহীদ ভগৎ সিং স্টেডিয়াম , সিধো – কানহু ইনডোর স্টেডিয়াম , অ-আ-ক- খ ক্লাব ময়দান সহ দুর্গাপুর টেনিস ক্লাব বিধাননগরে অনুষ্ঠিত হবে , টেনিস,ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, বেটমিন্টান, কাবাডি, দাবা , অ্যাথলেটিক্স সহ প্রায় সব ধরনের ক্রিয়া প্রতিযোগিতা। এককথায়, শিল্পশহর দুর্গাপুরের বুকে এতো গুলো ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্পোর্টস কার্নিভাল এই প্রথম। শুধু তাই নয় , রাজ্যের বুকেও এই ধরনের কোনো স্পোর্টস কার্নিভাল আগে আয়োজিত হয়েছিল কি না, সেটাও ঠিক জানা নেই । তবে বলাই যেতে পারে , ৫ ই জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি সমস্ত ধরনের ক্রীড়া প্রতিযোগিতাকে নিয়ে একটা উৎসবের পরিবেশ তৈরি হতে চলেছে শিল্পশহর দুর্গাপুরে। দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫ এর আয়োজন উপলক্ষে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে শুক্রবার বিকেলে দুর্গাপুর সিটি সেন্টারের শহীদ ভগৎ সিং স্টেডিয়ামে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন , দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫ এর মুখ্য উপদেষ্টা তথা পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর ক্লাব সমন্বয় এর সভাপতি সন্দীপ দে সহ বিভিন্ন ক্রিয়া সংস্থার কর্মকর্তারা। উদ্যোক্তাদের সূত্র থেকে এদিন জানা যায়, ১২ হাজারেরও বেশি প্রতিযোগী, বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নীতি উপস্থিত থাকছেন দুর্গাপুরে। দুর্গাপুর স্পোর্টস কার্নিভালের মোট পুরস্কার মূল্য ২৫ লক্ষ টাকা। প্রতিটি ক্রীড়া প্রতিযোগিতায় থাকছে নগদ পুরস্কার।
এদিন দুর্গাপুর ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে সভাপতি সন্দীপ দে বলেন, শিল্প শহর দুর্গাপুরের নতুন প্রজন্মকে মাঠ মুখি করা ও বিভিন্ন ধরনের খেলাধুলার প্রতি সবার মধ্যে একটা উৎসাহ তৈরি করতে,এই স্পোর্টস কার্নিভালের আয়োজন।
এছাড়াও জানা গিয়েছে, আগামী ৫ জানুয়ারি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুর্গাপুর কার্নিভালের ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। অনুষ্ঠানে উপস্থিত থাকছেন , বিশিষ্ট সংগীত শিল্পী তথা সুরকার অনুপম রায়। তবে, এই কার্নিভালের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি।ম্যারাথন দৌড় প্রতিযোগিতার দিনে, উপস্থিত থাকছেন , ভারতের প্রাক্তন জাতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া। সুতরাং এখন থেকে বলা যায়, ৫ থেকে ১৯ জানুয়ারি ,অর্থাৎ ১৫ দিন দুর্গাপুর স্পোর্টস কার্নিভালকে নিয়ে মেতে উঠতে চলেছে সারা দুর্গাপুর।