দুর্গাপুরে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি, উদ্ধার তাজা বোমা
আমার কথা, দুর্গাপুর, ২৯ এপ্রিল:
তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া এক নেতার বাড়িতে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর ইস্পাত নগরীর এ জোনের কনিষ্ক সাউথ রোড এলাকা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। পুলিশ যায় ঘটনাস্থলে। অভিযোগের আঙ্গুল উঠছে তৃণমূলের দিকে। উদ্ধার হয়েছে একটি তাজা বোমা।
প্রসঙ্গত: চলতি মাসের ২৮ তারিখে বিজেপিতে যোগ দেন তৃণমূলের নমসুদ্র উদবাস্তু সেলের জেলা সভাপতি অভিষেক রায়। লক্ষণ ঘোড়ুইয়ের হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেন। অভিষেক রায়ের অভিযোগ, তিনি তৃণমূলের দুর্নীতি আর মোদির উন্নয়ণের কাজ দেখে বিজেপিতে যোগ দেন আর এই কারনেই তার উপর এই আক্রমণ। তিনি জানান, রবিবার রাতে তিনি যখন বাড়ি ফেরেন সেই সময় পেছন থেকে কয়েকজন তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। তিনি তাড়াতাড়ি ঘরে ঢুকে যান বলে বোমার হাত থেকে বেঁচে যান। আর বোমাটি তার বাড়িতে ফাটে।
বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। হার নিশ্চিত বুঝেই এসব বোমাবাজি করছে। মানুষ যাতে ভয়ে ভোট দিতে যেতে না পারে তার জন্যই এসব কাজ করছে।”
তৃণমূলের জেলার সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “কিছু মানুষ আছে যাদের দল বদলের অভ্যাস আছে। এদের জন্ম সিপিএমের আঁতুড় ঘর থেকে। পুরোনো কোনো শত্রুতার থেকে কোনো প্রতিহিংসার কারনে এই ঘটনা ঘটেছে। এদের সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই।”
১৩ মে পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে চতুর্থ দফার ভোট। দিন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে শিল্পাঞ্চল দুর্গাপুর। দেওয়াল লিখন, পতাকা ড্রেনে ফেলে দেওয়া থেকে শুরু করে তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে মারামারি তো ছিলই, এর সাথে যোগ হল এবার বোমাবাজির ঘটনা