দুর্গাপুরে পালিত হল প্রয়াত সাংসদ আনন্দ গোপাল মুখার্জীর জন্মদিবস
admin
November 26, 2021
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬ নভেম্বরঃ
প্রদেশ কংগ্রেসের সাংসদ প্রয়াত আনন্দ গোপাল মুখার্জি’র জন্মদিবস পালন করা হল শুক্রবার দুর্গাপুরে। এদিন ভিড়িঙ্গী মোড় সংলগ্ন শিশু উদ্যাণে তাঁর পূর্ণাঙ্গ মূর্তিতে মাল্য দান করেন তাঁর ছেলে ওথা দুর্গাপুরের প্রাক্তন মেয়র ও তৃণমূল নেতা অপূর্ব মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুরের একাধিক ওয়ার্ডের কাউন্সিলার সহ বিশিষ্ট ব্যক্তিগণ। এদিন ৯৬ তম জন্মদিবস পালন করা হয়
আনন্দ গোপাল মুখার্জি’র।