ফের করোনার বলি দুর্গাপুরে, মৃত্যু হল ডিএসপি মেন হাসপাতালের সিনিয়র নার্সের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩০ডিসেম্বরঃ
ফের এক কোভিড যোদ্ধার মৃত্যু হল করোনা রোগীদের পরিষেবা দিতে গিয়ে। দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালের একজন নার্স সুজাতা মন্ডল(৫১) দুর্গাপুরের ৫৪ ফুটে বসবাস করতেন। জ্বর, সর্দি, কাশি নিয়েই তিনি করোনা রোগীদের সেবার কাজ করে যাচ্ছিলে। এরপর তাঁর শরীর আর সাথ না দেওয়ায় সাথে করোনা উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে বিজরায় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। নভেম্বরের ২৩ তারিখে তাঁর লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়। ২৬ নভেম্বর রিপোর্ট পজিটিভ আসায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর তিনদিনের ব্যবধানে দুবার করোনা পরীক্ষা হয় আর তাতে পজিটিভ আসে। এরপর চিকিৎসা চলাকালীন সুজাতাদেবীর ফের লালারস পরীক্ষা করা হয় আর সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। সুজাতাদেবীর স্বামী শ্যামল মন্ডল জানান, সুজাতাদেবীর রিপোর্ট নেগেটিভ আসার পর তিনি তাঁকে সেই হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থার ফের অবনতি হওয়ায় তাঁকে গান্ধী মোড় সংলগ্ন একটি বেসরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তখন থেকে সুজাতাদেবী ওই হাসপাতালে চিকিসাধীন ছিলেন। তবে ওই হাসপাতালে তাঁর অবস্থার অবনতি হতে থাকলে তাঁকে ECMO support এ রাখা হয়। এরপর আজ বুধবার দুপুরে হাসপাতালেই মৃত্যু হয় সুজাতাদেবীর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুর্গাপুর মেন হাসপাতালে। প্রসঙ্গতঃ সুজাতা মন্ডল ওই হাসপাতালের একজন সিনিয়র নার্স ছিলেন।