দুর্গাপুরে বিধায়ককে গো ব্যাক শ্লোগান, উত্তেজনা
আমার কথা, দুর্গাপুর, ২৪ জানুয়ারীঃ
লক্ষণ ঘোড়ুই গো ব্যাক! দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ককে ঘিরে স্লোগান দুর্গাপুরের মায়াবাজার বস্তি রেলপাড় এলাকার বাসিন্দাদের।
মঙ্গলবার দুর্গাপুরের রেলের সম্প্রসারণ কাজের জন্য রেলের তরফে দেওয়া উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন ওই অঞ্চলের প্রায় শতাধিক পরিবার।
ঘটনাস্থলে বিজেপি বিধায়ক পৌঁছানোর পর বিক্ষোভকারীদের মধ্যে যেন বারুদে অগ্নিসংযোগ ঘটে। ঘটনায় সংবাদমাধ্যমের সামনে এক প্রকার ধাক্কা দিয়ে এলাকাছাড়া করা হয় বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইকে! পুরো ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের মায়াবাজার রেল বস্তি এলাকায়।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে, ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেসের প্রচ্ছন্ন মদত আছে বলে দাবি করে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরই।
এদিনের ঘটনায় পরিদর্শনে যান প্রাক্তন কাউন্সিলর তথা স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা লোকনাথ দাস। বিজেপি বিধায়কের তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।