দুর্গাপুরে বাম নেতা পঙ্কজ রায় সরকার করোনায় আক্রান্ত
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৩জানুয়ারীঃ
এবার করোনায় আক্রান্ত হলেন সিপিআই(এম) এর পশ্চিম বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার। শুধু পঙ্কজবাবুই নন, পঙ্কজবাবুর স্ত্রী শ্রীলেখা রায় সরকার ও তাদের বড় পুত্রও করোনায় আক্রান্ত।
জানা গিয়েছে, দিন দুয়েক ধরে সর্দি কাশিতে ভুগছিলেন। এরপর মঙ্গলবার দুপুরের পর ওনার আচমকাই শ্বাসকষ্ট শুরু হওয়াতে তড়িঘড়ি তাঁকে বিধাননগরের ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে প্রাথমিক পরীক্ষার পর বলেন সম্ভবতঃ তিনি করোনায় আক্রান্ত। ভর্তি ক্রএ নেওয়া হয় হাসপাতালে। এরপর পঙ্কজবাবুর পুরো পরিবার অর্থাৎ পঙ্কজবাবু ও তার স্ত্রী সহ দুই ছেলের করোনা পরীক্ষা করা হয়। রাতে পঙ্কজবাবুর নিজের, তার স্ত্রী শ্রীলেখাদেবী ও বড় ছেলের রিপোর্ট পজিটিভ আসে। তবে ছোট ছেলের রিপোর্ট নেগেটিভ বের হয়।
পঙ্কজবাবুর স্ত্রী শ্রীলেখাদেবী বর্তমানে বিধাননগরে একটি বেসরকারী হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। পঙ্কজবাবু ও তার বড় ছেলে হোম আইসোলেশনে রয়েছেন।