দুর্গাপুরের কোকওভেন থানায় “মিলন উৎসব”
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১১ ডিসেম্বরঃ
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দুর্গাপুরের কোকওভেন থানায় রবিবার মিলন উৎসবের আয়োজন করা হয়। মিলন উৎসবে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম, ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা, দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ওই থানা এলাকার হিন্দু ও মুসলিম সহ অবাঙ্গালী সম্প্রদায়েরর পুজো, পরবের কমিটির সদস্যদরাও উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী, খেলোয়াড়, পড়ুয়া সহ বিশিষ্টজনেরা৷ সমাজের নানান শ্রেণীর মানুষের সহযোগিতা ও পুলিসের সহযোগীতার বিষয়ে এই মিলন উৎসব আয়োজন করে পুলিস। সেই মত পুলিসের পক্ষ তাঁদের সন্মানিত ও ধন্যবাদ জ্ঞাপনও করা হয় এদিন।
পুলিশের পক্ষ থেকে ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা উপস্থিত সকলে ধন্যবাদ জানিয়ে বলেন, “সারা বছর পুলিশ আপনাদের সাথে বিভিন্ন উৎসব বা খেলাধূলা কিংবা মেলা সহ নানা উৎসবে একদিকে যেমন কাজ করে তেমনই আপনাদের সহযোগিতা পায়। এর জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এক ডাকে আপনাদের পাশে পাই, তাই আপনাদের এই সহযোগিতার কথা মাথায় রেখেই এই মিলন উৎসবের আয়োজন করা হয়েছে।”