খেলা হবে দিবসে দুর্গাপুরে “তাল কাটল” তৃণমূলের দুই নেতার দ্বন্দ্বে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৭আগস্টঃ
খেলা হবে দিবস উৎযাপন শেষে দুর্গাপুর ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে সোমবার রাতে। ওই ওয়ার্ডের স্থানীয় দুই নেতার মধ্যে বচসা থেকে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনাকে কেন্দ্র করে সেকেন্ডারি এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে চরম উত্তেজনা ছড়ায়। ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী আসে। এলাকা ছেড়ে চম্পট দেয় দুই পক্ষই। আহতরা দুর্গাপুর মহকুমা ও ডিএসপি হাসপাতালে চিকিৎসা করান। তৃণমূলের এক পক্ষ দুর্গাপুর থানায় বিক্ষোভ দেখায় দোষীদের গ্রেপ্তারির দাবিতে। পুলিশ ঘটনায় অভিযুক্ত একজন তৃণমূল কর্মী’কে গ্রেপ্তার করে।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে মতের অমিল রয়েছে। প্রায়ই বচসা হয়। স্থানীয় নেতা তথা শ্রমিক নেতা জয়ন্ত রক্ষিত ও প্রাক্তন কাউন্সিলার পল্লব নাগ এই দুজনের দুটি গোষ্ঠী ওই এলাকায় কয়েক বছর আগে তৈরী হয়। এদিন ওই ওয়ার্ডের একটি ময়দানে খেলা হবে দিবস উৎযাপন করেন প্রাক্তন কাউন্সিলার পল্লব নাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, অপূর্ব মুখোপাধ্যায় ও শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায় সহ বহু তৃণমূল নেতাকর্মী। রাতে ওই ময়দানে পল্লব নাগ সহ বেশ কিছু মহিলা কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের অভিযোগ, জয়ন্ত রক্ষিত সদলবলে এসে হঠাৎই তাঁদের ওপর চড়াও হয়। যদিও জয়ন্ত রক্ষিতের পাল্টা অভিযোগ, তিনি ওই ময়দানে গেলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে পল্লব নাগের লোকজন। ওই ময়দান থেকে তৃণমূলের কার্যালয়ে জয়ন্ত রক্ষিত ফিরতেই তাঁর ওপর হামলা চালায় পল্লব নাগ সহ তাঁর লোকজন। মাথায় ও চোখে আঘাত লাগে জয়ন্ত রক্ষিতের। জয়ন্তবাবু’র অভিযোগ, তিনি এলাকার সুদ কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করায় ক্ষুদ্ধ হয়ে পল্লব নাগ তাঁর ওপর চড়াও হয়েছে।
যদিও পল্লব নাগের দাবি, এলাকায় উন্নয়ন মূলক ও সামাজিক কাজের সাথে যুক্ত থাকায় তাঁর বিরুদ্ধে ক্ষুদ্ধ জয়ন্ত রক্ষিত। অভিযোগ, এদিন রাতে জয়ন্ত রক্ষিত তাঁদের একজন মহিলা কর্মীর ওপর চড়াও হয়। সেই ক্ষোভে এলাকার মহিলারা জয়ন্ত রক্ষিত’কে মারধর করেন।
পুলিশ ঘটনায় অভিযুক্ত পল্লব নাগের একজন অনুগামী’কে গ্রেপ্তার করে।